দাঁতের বদলে দাঁত, ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে মরিয়া ইরান

0
32
Trump

বিশ্বদীপ ব্যানার্জি: ডোনাল্ড ট্রাম্পকে মরিয়া হয়ে খুঁজছে ইরান। খুঁজে পেলে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতিকে হত্যা করা হবে। এমনই ভয়ঙ্কর দাবি করছে ইরানের সশস্ত্র বাহিনী রেভলিউশনারি গার্ডস এরোস্পেস ফোর্স। বাহিনীর প্রধান আমির আলি হাজিজাদেহ্ জানান, ইরানের শীর্ষ কমাণ্ডারের মৃত্যুর বদলা নিতেই ট্রাম্পকে হত্যা করতে মরিয়া তাঁরা।

আরও পড়ুন: আড়াই সপ্তাহ পরেও মৃত্যুমিছিল অব্যাহত, তুরস্ক-সিরিয়ায় নিহত ৫০ হাজারেরও বেশি

- Advertisement -

অর্থাৎ যাকে বলে, দাঁতের বদলে দাঁত। চোখের বদলে চোখ। হাজিজাদেহ্ এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ট্রাম্পের নির্দেশে আমাদের প্রাক্তন কমান্ডারকে হত্যা করা হয়েছিল। এর বদলা চাই। সে কারণেই ট্রাম্পকে হত্যা করতে চাইছি আমরা।” আরও যোগ করেন, “ঈশ্বরের ইচ্ছাতেই ট্রাম্পকে হত্যা করতে চাই আমরা। প্রাক্তন বিদেশমন্ত্রী মাইক পম্পে-ও তালিকায় সামিল। পাশাপাশি যে সমস্ত মার্কিন সামরিক সদস্যরা সোলাইমানিকে হত্যার আদেশের সঙ্গে জড়িত, তাদেরকেও হত্যা করা উচিৎ।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

কাসেম সোলাইমানি রেভলিউশনারি গার্ডসে’র কুদস ফোর্সের প্রধান ছিলেন। ২০২০ সালে ড্রোন হামলায় নিহত হন। তাঁকে হত্যার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প। এবারে সেই হত্যাকাণ্ডের-ই বদলা নিতে মরিয়া ইরান। এদিকে হাজিজাদেহ্ আরও দাবি করেছেন, নতুন করে ১,৬৫০ কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। যা পশ্চিমাদের আতঙ্ক বাড়াবে বলে মনে করছেন তিনি।